স্টাফ রিপোর্টার- পবিত্র রমজান মাস উপলক্ষে জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের সাত গ্রামের মানুষের মধ্যে চাল-ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইতালি প্রবাসী তরুণ রাজনীতিবিদ ও মজিদপুরের গ্রামের বাসিন্দা মজনু আলী। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী কলকলিয়ার আলখানাপাড়, হিজলা, নাদামপুর, ফরিদপুর, মজিদপুর, গোরারগাঁর ও মামনপুরের বাসিন্দাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর ফেয়ার ফেইসের স্থায়ী কমিটির মহাসচিব এম শামীম আহমেদ, সমাজসেবক মুসাব্বির কাজী, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য কামরুল ইসলাম মাহি, এমসি কলেজে বন্ধুসভার সভাপতি সুমন মিয়া, সংগঠক অনিরুদ্ধ দাশ অনিক, মোস্তাক, সালিক, সোলেমান, আসাদুল ইসলাম, সালামুন প্রমুখ।