Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কলকলিয়ায় নির্বাচনী তৎপরতা শুরু চেয়ারম্যান পদে সম্ভাব্য ১০ প্রার্থী

বিশেষ প্রতিনিধি::
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগন্নাথপুর উপজেলার এক নম্বর কলকলিয়া ইউনিয়নে প্রার্থী- সমর্থকদের মধ্যে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এ ইউনিয়নে নির্বাচনী তফশিল ঘোষনার আগ থেকে সম্ভাব্য প্রার্থীরা নিজের অবস্থান জানান দিয়ে প্রচারে আছে। তফশিল ঘোষনার সঙ্গে সঙ্গে প্রার্থীদের মধ্যে শুরু হয় তোড়জোড়। অনেকের নিজের প্রার্থিতা ঘোষনা করে নিজ নিজ গোষ্টি, স্বজন, শুভাকাংখিতদের দোয়া আর সার্বিক সহযোগিতা চেয়ে প্রচারণায় নেমেছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ১০ জনের নাম শুনা যাচ্ছে। তাঁরা হলেন, যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা রফির আহমদ। উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক কুতুব উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফখরুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য আলাল হোসেন রানা, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক সুহিন আহমদ, আওয়ামী লীগ আলতাবুর রহমান, ও নুরুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান। এরমধ্যে ক্ষমতাশীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি আটজন। এছাড়া বিএনপির দুইজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী করতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে।
স্থানীয়রা জানান, বেশ কয়েকমাস ধরে ইউনিয়ন নির্বাচনকে ঘিরে এ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা দেখা দেয়। গত তারিখ নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী তফশিল ঘোষনা করলে শুরু হয় প্রার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত নারী সদস্যে পদে সম্ভাব্য প্রার্থীরাও প্রচারে রয়েছেন।
এদিকে নৌকার মাঝি হতে ব্যাপক তৎপর হয়ে ওঠেছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশিরা। চলছে লবিং, তদবির। ইতিমধ্যে নেতৃমূল আওয়ামী লীগের সভা থেকে প্রস্তাবিত দলীয় আট প্রার্থীর নাম উপজেলা আওয়ামী লীগ কমিটির নিকট হস্তান্তর করা হয়েছে। দলীয় একটি সুত্র জানিয়েছে। অন্যদিকে বিএনপির দলীয়ভাবে নির্বাচনে অংশ গ্রহণ না করলেও বিএনপির যুক্তরাজ্যপ্রবাসী রফিক আহমদ ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামতে পারেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া বলেন, নেতৃমূল থেকে প্রস্তাবিত সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা আমরা জেলা কমিটির নিকট হস্তান্তর করব।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর, প্রত্যাহার ৬ ডিসেম্বর এবং আর প্রতিক বরাদ্দ ৭ ডিসেম্বর।

প্রসঙ্গত, ২০১৬ সালে মে মাসে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুক্তরাজ্যপ্রবাসী প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল হাসিম নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা দ্বিপক কান্তি দেব দ্বীপাল।

Exit mobile version