স্টাফ রিপোর্টার-জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে দারুল কিরাতের তিনটি সেন্টারের শিক্ষার্থীদের মধ্যে তাজবিদ (আরবি ব্যাকরণ বই) দিয়েছেন তরুণ সমাজসেবক ও ইতালী প্রবাসী মজনু আলী।রোববার (৩ মার্চ) দ্বিতীয় রমজান ইউনিয়নের সুনাখাই ও পারারগাঁও গ্রামে দারুণ কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের অধিনস্ত শাখা কেন্দ্রে ও কামারখাল জামিয়া হামিদিয়া মহিলা মাদরাসায় কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর মধ্যে তাজবিদ বিতরণ করা হয়।পৃথকভাবে বিতরণকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও কামারখাল জামিয়া হামিদিয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মতিউর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য কামরুল ইসলাম মাহি, জগন্নাথপুর উপজেলা তালামীয নেতা ক্বারী নুমান আহমদ, ক্বারী মাহবুবুর রহমান ও কারী রফিক আলী।