Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

করোনা মহামারিতে রোজা রাখা নিরাপদ, বলছে ব্রিটিশ গবেষণা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গত বছর ব্রিটেনে রমযান মাসে রোজা রাখার ফলে মুসলমানদের মধ্যে করোনাভাইরাসে মারা যাওয়ার হার বাড়েনি বলে সে দেশের নতুন এক জরিপের ফলাফলে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার পিয়ার রিভিউ জার্নাল অব গ্লোবাল হেলথ ওই জরিপের ফল প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, গত বছর রমযানে রোজা রাখা ব্রিটিশ মুসলমানদের মধ্যে করোনায় মারা যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, রমযান মাসে মুসলিম ধর্মাবলম্বীরা সুবহে সাদিকের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার খাওয়া ও পান করা থেকে বিরত থাকে। এছাড়া সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক থেকেও বিরত থাকে।

জানা গেছে, ব্রিটনে প্রায় ৩০ লাখ মুসলিমের বসবাস। তাদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। করোনায় অন্য সম্প্রদায়ের মতো মুসলমানরাও আক্রান্ত হয়েছে।

তবে এই জরিপে দেখা গেছে, রমযান মাসে রোজা  রাখার সঙ্গে করোনায় মৃত্যুর কোনো সম্পর্ক নেই। বরং রোজা রাখা ব্যক্তি করোনায় মারা যাওয়ার প্রমাণ সে দেশে পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা।

সৌজন্যে কালের কণ্ঠ

Exit mobile version