Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

করোনা ভয়, আমরা করব জয়, এই হোক নববর্ষের প্রত্যয়

করোনা ভাইরাসের অভিঘাতের প্রথম শিকার হয়েছে আমাদের বাংলা নববর্ষের বিশ হাজার কোটি টাকার অর্থনৈতিক কর্মকান্ড। যা আমাদের মত উন্নয়নশীল দেশের জন্য অপূরনীয় ক্ষতি। আগামী দিনে আমাদের সামগ্রীক অর্থনৈতিক ব্যবস্থা কতটা ক্ষতিগ্রস্ত হবে তা নিয়ে অর্থনীতিবিদরা নানা রকম মতামত দিচ্ছেন। ভবিষ্যতে কোন এক সময় এ নিয়ে লিখার ইচ্ছে আছে। আজ অন্য বিষয় নিয়ে দু’চারটা কথা বলতে চাই।
ইংরেজ ঔপন্যাসিক আর্নেস্ট হেমিংওয়ে বলেছেন, একজন মানুষ ধ্বংস হতে পারে কিন্তু মানুষ পরাজিত হয়না। তার কথারই প্রতিধ্বনি শুনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়। তিনি বলেন,
” মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। আশা করব, মহাপ্রলয়ের পর বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আর একদিন অপারাজিত মানুষ নিজের জয়যাত্রার অভিযানের সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে মহত মর্যাদা ফিরে পাবার পথে। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ বলে মনে করি।”
প্রকৃতপক্ষে মানব জাতির ইতিহাস প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে বিজয়ী হবার ইতিহাস। সে প্রতিকূলতা কখনো কখনো সৃষ্টি হয়েছে প্রকৃতির পক্ষ থেকে আবার কখনো সৃষ্টি হয়েছে মানব রূপী দানবের কাছ থেকে। কিন্তু সব সময়ই বিজয়ী হয়েছে মানুষ। এবারও নিশ্চয়ই তাই হবে।
তবে করোনাভাইরাস এর আক্রমণ আমাদের জানান দিয়ে গেল ক্ষুদ্র এক ভাইরাসের কাছে মানবজাতি কত অসহায়। এই ভাইরাসকে কেন্দ্র করে কত কিছু দেখলাম, জানলাম ও শিখলাম। সংগনিরোধের নবতর অভিজ্ঞতায় সমৃদ্ধ হলাম। তাছাড়াও আরো নানা মাত্রিক অভিজ্ঞতা অর্জন করেছি। মানুষের মহানুভবতা যেমন দেখেছি, তেমনি অমানবিকতাও দেখেছি। ক্ষমতার দাপট যেমন দেখেছি তেমনি অকৃত্রিম ভালবাসাও দেখেছি। দায়িত্ব পালনকে সেবা হিসাবে প্রচারের প্রতিযোগিতা যেমন দেখেছি তেমনি ত্রান বিতরণের নামে নিজের আত্মপ্রচার করতে গিয়ে অন্যের আত্মসন্মানে যে আঘাত করা হচ্ছে- অনেক দায়িত্বশীল ব্যক্তির মধ্যেই এই বিবেচনাবোধের অভাব দেখেছি।
অন্যদিকে বিদ্যানন্দ ফাউণ্ডেশনের কার্যক্রম যেমন আশাবাদী করেছে তেমনি আশাবাদী করেছে সিলেটের সন্মিলিত নাট্য পরিষদের অন্য রকম সেবা কার্যক্রম। হয়তো আরো অনেকেই নীরবে নিভৃতে মানবতার এই সংকট কালে মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের সাধ্যমত। সেনাবাহিনী, পুলিশ বাহিনী সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় জনগনকে সচেতন করার কাজটি করে যাচ্ছেন নিরলস ভাবে। প্রশাসনের পক্ষ থেকেও মোবাইল কোর্ট পরিচালনা করা থেকে নানা রকম কার্যক্রম পরিচালনা করছেন দিন রাত।অনেকেই নানা ভাবে নানা জনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুপ্রাণিত করে যাচ্ছেন প্রতিনিয়ত। অন্যদিকে যেখানে চিকিৎসকদের পিপিই সংকট যখন তীব্র তখন অন্যদের পিপিই পড়ে থাকতেও দেখা গেছে। কি এক অদ্ভুত কর্মকান্ড। মাননীয় প্রধানমন্ত্রীকে পর্যন্ত এ নিয়ে কথা বলতে হয়েছে।
তারপরও বলতেই হবে, বিমূর্ত এই শত্রুর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। স্বীকার করতেই হবে আড্ডাবাজ বাংগালীকে এই মহা বিপদের সময়েও হোমকোয়ারাইন্টানে রাখা কষ্টকর হচ্ছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে তবুও এই যুদ্ধে আমরা বিজয়ী হবোই।
কারন আমাদের দৃঢ় মনোবল, রোগপ্রতিরোধের সহজাত ক্ষমতা, অনূকূল আবহাওয়া এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্ব। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে প্রতিটি সংকট কাল আমরা অতিক্রম করেছি অবলীলায়।
উদাহরণ হিসেবে আমরা ১৯৯৮ সালের বন্যার কথা উল্লেখ করতে পারি। ১৯৯৮ সালের বন্যার স্বায়িত্বকাল ছিল দুই মাসের অধিক। সমগ্র দেশের দুই তৃতীয়াংশ অঞ্চল ছিল বন্যা কবলিত। বি বি সি সহ আন্তর্জাতিক গণমাধ্যম প্রচার করেছিল বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের প্রানহানী ঘটবে। কিন্তু শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বন্যার কারনে একজন লোকও মারা যায়নি। আশা করছি এ যাত্রায়ও আমরা পরিত্রাণ পার তাঁর যোগ্য নেতৃত্বে। তবে এ কথাও আমাদের স্মরণ রাখতে হবে এবারের সংকট হচ্ছে বৈশ্বিক সংকট। গ্লোবালাইজেশন বা গ্লোবালভিলেজ এর এই যুগে বৈশ্বিক যে কোন সংকট প্রতিটি রাষ্ট্রেই তার অভিঘাত হানে। রাষ্ট্রভেদে সেই অভিঘাতের মাত্রাগত তারতম্য
থাকলেও তাকে একেবারেই উপেক্ষা করা বা এড়িয়ে যাওয়া সম্ভব নয়।
করোনাভাইরাসের আঘাত আমাদের ব্যাষ্টিক, সামষ্টিক ও রাষ্ট্রীয় জীবনে একধরনের ছন্দপতন ঘটিয়েছে নিঃসন্দেহে। এ ছন্দপতনকে আনন্দ চিত্তেই আমাদের গ্রহণ করতে হবে। যেহেতু করোনাভাইরাসের কোন ঔষধ এখন পর্যন্ত আবিস্কৃত হয়নি তাই এর হাত থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে ঘরের ভিতর থাকা। খুব জরুরী প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়া, নিরাপদ দূরত্ব (তিন ফুট) বজায় রাখা, মাক্স ব্যবহার করা, বার বার কাপড় কাচার সাবান দিয়ে হাত ধুয়া এবং সরকারের যাবতীয় নির্দেশাবলী মেনে চলা। নিজে নিরাপদ থাকা, পরিবার, সমাজ ও আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎকে নিরাপদ রাখার দায়িত্ব আজ আমাদের সকলের। আর এই দায়িত্বপালনে সরকার সাধ্যমত চেষ্টা করছেন। সরকারের সেই চেষ্টাকে সাফল্যমন্ডিত করার জন্য আমাদের সক্রিয় অংশগ্রহণ একান্ত কাম্য।
তাই আপাত কষ্টকর কিন্তু দেশ ও জাতির সুস্থতার জন্য ঘরে থাকার প্রয়োজনীয়তাটুকু আমাদের মেনে নিতেই হবে।
সংগনিরোধের এই কঠিন সময় কিছুতেই কাটতে চাইবেনা। জীবন-মৃত্যুর দোলাচলে বহমান যাপিত জীবনে ধাবমান আতংকের নাম করোনাভাইরাস। তাই চিত্ত বিহ্ববলের ভাবনায় তাড়িত সময় বড় ধীর লয়ে চলমান। মন ও মননে প্রতি ক্ষনে ক্ষনে আশা- হতাশার মিথস্ক্রিয়া। মগ্ন চৈতন্যে অচেনা শত্রুর ভয়ের সতত আসা- যাওয়া। ফেলে আসা দিনের মুখরিত স্মৃতির মিছিল চলে সারা দিনমান। যদি না মানি বিধান হব পরাজিত, অদেখা থেকে যাবে প্রিয়তম মুখ, অধরাই থেক যাবে জীবনের সুখ। তাই এই যুদ্ধে দোষারোপের উর্ধ্বে উঠে আমাদের হতে হবে সচেতন, সহমর্মি, সহযোগী ও সুহৃদ সুজন।
মনে রাখতে হবে আমরা বিজয়ী জাতি। ইতিহাসের নিয়ম মেনেই আমরা বার বার বিজয়ের ইতিহাস সৃষ্টি করেছি। আমরা ১৯৮৮ সালের বন্যা, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়, ১৯৯৭ সালের সিডর, আইলা সহ যাবতীয় প্রাকৃতিক বিপর্যয় জয় করেছি বার বার। ইতিহাসের গতি সর্বদাই উৎস থেকে নিরন্তর সন্মুখপ্রসারী। তাই এ সংকটেও আমাদের বিজয় সুনিশ্চিত।
নানা রকম সীমাবদ্ধতা, দুরাচারের মধ্যেও এই সংকট কালে রবি ঠাকুরের ভাষায় বলতে চাই
পূণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে
মানুষ হইতে দাও তোমার সন্তানে।
পরিশেষে প্রার্থনা করি, বাংলা নতুন বছর শুরু হোক নতুন স্বপ্নে, নতুন সম্ভাবনা। দূর হোক দুঃসময়ের, অবসান হোক দুর্ভাবনার।
আবারো রবীন্দ্রনাথ ঠাকুররে কবিতা দিয়েই শেষ করতে চাইঃ-
বর্ষ হয়ে আসে শেষ
দিন হয়ে এলো সমাপন
চৈত্র অবসান
গাহিতে চাহিছে হিয়া
পুরাতন ক্লান্ত বছরের সর্বশেষ গান।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
মনোরঞ্জন তালুকদার
সহকারি অধ্যাপক
জগন্নাথপুর সরকারি কলেজ।

Exit mobile version