Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

করোনা : ঢাকার মিরপুরের একটি ভবন নজরদারিতে

জগন্নাথপুর২৪ ডেস্ক::
রাজধানীর মিরপুরের একটি ভবন নজরদারিতে রেখেছে পুলিশ। ওই ভবনের আশপাশে চলাচলও সীমিত করা হয়েছে। আজ শনিবার বিকেল পৌন ৪টায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশের মিরপুর বিভাগের ডিসি মোস্তাক আহমেদ।

তিনি বলেন, ওই ভবনে একজন করোনাভাইরাস পজিটিভ ব্যক্তি ছিলেন। এমন তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর। সতর্কতার জন্য আক্রান্ত ওই রোগীর সঙ্গে সম্ভাব্য চলাফেরা ও মেলামেশা করা ভবনের অন্যদের হোম কোয়ারান্টাইনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ওই ভবন থেকে কেউ বের হচ্ছেন না। কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কাউকে দিয়ে আনিয়ে নিচ্ছেন। তারা নিজেরাই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
সুত্র-কালের কণ্ঠ

Exit mobile version