Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

করোনায় আরো ৩৩ জনের মৃত্যু

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১২৩০ জন। মোট শনাক্ত ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৪ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৪৫৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩২ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৬লাখ ৬১ হাজার ৯২৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ১৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।।

Exit mobile version