Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

করোনার অজুহাতে জগন্নাথপুরে বেশি দামে পণ্য বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার::
করোনাভাইরাসের সংক্রমনের অজুহাতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা একং মূল্য তালিকা না থাকায় সুনামগঞ্জের জগন্নাথপুরের মিরপুর বাজারে চার ব্যবস্থা প্রতিষ্ঠানকে জমিনারা করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে জগন্নাথপুরের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই চার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এদিকে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসিরা কোয়ারেন্টিনে আইন মানছেন কিনা এবিষয়ে কয়েকটি বাড়ি পরিদর্শন করেছেন জগন্নাথপুরের এসিল্যান্ড ইয়াসির আফারাত। এছাড়া করোনা প্রতিরোধে সচেতনামূলক জনসাধারণেরনিকট লিফলেট বিতরণ করা হয়। এবং জুম্মার নামাজে মুসল্লিদের উদ্যেশে জনসচেনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, করোনাভাইরাস পরিস্থিতি সুযোগকে কাজে পূণ্য সামগ্রীর দাম বৃদ্ধি করে বিক্রি করায় এবং মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩৪ ধারা মোতাবেক অর্থদÐ প্রদান করা হয়। এছাড়াও প্রবাসিরা হোম কোয়ারেন্টিনের আইন মানছেন কিনা এবিষয়ে আমরা নজরদারি করছি।

Exit mobile version