জগন্নাথপুর২৪ ডেস্ক::
দেড় মাস পর সারাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড়শর নিচে নেমে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত একদিনে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে সারাদেশে মৃতের সংখ্যা ২৫ হাজার ২৩ জনে উন্নীত হল।
গত একদিনে নতুন করে ৫ হাজার ৯৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে সারা দেশে করোনায় আক্রান্তদের সংখ্যা দাঁড়াল ১৪ লাল ৫৩ হাজার ২০৩ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ।
গত ৪ জুলাই দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছিল। সেদিন সারাদেশে ১৫৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।
Leave a Reply