Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

করোনাবিধি লঙ্ঘন, প্রধানমন্ত্রীকে ২৩৫২ ডলার জরিমানা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গকে জরিমানা করা হয়েছে। শুক্রবার নরওয়ের পুলিশ এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

পুলিশ জানায়, নিজের জন্মদিন উদযাপনে পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করে করোনার সামাজিক দূরত্ব বজায় রাখার নীতিমালা ভেঙেছেন প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। এজন্য তাকে জরিমানা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান ওলে সায়েভেরাদ জানান, প্রধানমন্ত্রীকে নরওয়ের মুদ্রায় ২০ হাজার ক্রাউন (২৩৫২ ডলার) জরিমানা করা হয়েছে।

আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, মহামারি শুরুর পর এখন পর্যন্ত নরওয়েতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৯৬০ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৮৪ জনের।

Exit mobile version