তাহিরপুর প্রতিনিধি
কমলাকান্দা নদীর ঘাটে কয়লা বোঝাই নৌকা ডুবির দুর্ঘটনায় ঘুমন্ত এক মাঝির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাঝির নাম দেলোয়ার হোসেন (২৫)। তিনি তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মিয়া হোসেনের ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার সকালে তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্ক স্টেশনের একটি কয়লার ডিপো থেকে ২০ মে.টন কয়লা নিয়ে বিক্রির উদ্দেশ্য নিহত দেলোয়ারের তিন ভাই সহ মোট ৬ জন কমলাকান্দা নদীর ঘাটে যান। রাতের খাবার খেয়ে সবাই নৌকার মধ্যেই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে সাড়ে ১১ টার দিকে কয়লাবাহী নৌকাটি ঘাটে আকষ্মিক বাধা অবস্থায় ডুবে যায়। এসময় নৌকার ভিতর থেকে দেলোয়ারের সঙ্গে থাকা ৫ জন বের হয়ে সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও দেলোয়ার নিখোঁজ হন। পরে বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে ডুবরি একটি দল তার লাশ উদ্ধার করে কমলাকান্দা থানায় হস্তান্তর করে।
কমলাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, নৌকাডুবির ঘটনায় একজনের লাশ ডুবুরিরা উদ্ধার করেছে। নিহতের বাবার কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।