স্টাফ রিপোর্টার :জগন্নাথপুর উপজেলা শ্রমিকলীগের কমিটি বিলুপ্ত না করেই নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। যুবলীগ নেতা নিজামুল করিম কে আহ্বায়ক ও লিপ্টু দে কে সদস্য সচিব করে জেলা শ্রমিকলীগের আ্হবায়ক সেলিম আহমদ ও সদস্য সচিব সাইফুল ইসলাম তিন মাসের জন্য নতুন কমিটি অনুমোদন করেন।কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন মইন উদ্দিন,বাদশা মিয়া, মজিদ মিয়া, হাফিজুর রহমান,আব্দুল কাদির। ৫১ সদস্য বিশিষ্ট কমিমিতে জেলা আহ্বায়ক ও সদস্য সচিব রবিবার সাক্ষর করেন।
জগন্নাথপুর উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন,কিসের কমিটি কারা দিয়েছে আমার জানা নেই। আমি উপজেলা শ্রমিকলীগের বৈধ সভাপতি। আমার কমিটি কেউ বিলুপ্ত করেনি।গঠনতন্র অনু্যায়ী একটি চলমান কমিটি থাকা অবস্হায় আরেক কমিটি সন্মেলন না করে হতে পারেনা।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন জগন্নাথপুর উপজেলা শ্রমিকলীগের কমিটি গঠন হয়েছে বলে আমাদের জানা নেই।