1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
কবি মিজানের” হাওরপাড়ে হৃদয় কাড়ের” মোড়ক উন্মোচন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

কবি মিজানের” হাওরপাড়ে হৃদয় কাড়ের” মোড়ক উন্মোচন

  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৭ Time View

দিরাই প্রতিনিধি:: হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য, কবি মিজানুর রহমান মিজান এর প্রথম কাব্য গ্রন্থ” হাওর পাড়ে হৃদয় কাড়ে ” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোট। শহরের অভিজাত জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে জোটের আহবায়ক নারায়ণ দাসের সভাপতিত্বেও উদীচী শিল্পী গোষ্ঠী দিরাই এর আবৃত্তি বিষয়ক সম্পাদক সুচিতা রায়ের প্রাণবন্ত সঞ্চালনয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকবি, সুনামগঞ্জ জেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল।বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা শিক্ষক নেতা বিশ্বজিৎ রায়, আবৃত্তি প্রশিক্ষক,মুক্তাক্ষর আবৃত্তি সংগঠন সিলেটের বিমল কর, নান্টুদাস,ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ,বাউল আকসানুল হক জুয়েল। বক্তব্য রাখেন প্রেসক্লাবের অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, শিক্ষক নেতা জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বইয়ের লিখক কবি মিজানুর রহমান মিজান। অনুষ্ঠান শেষে মোড়ক উন্মোচন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি, চিত্রাংকনও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় ও অতিথি শিল্পীরা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com