কবিতা: বৈশাখ আসে ||আব্দুল মতিন
এক জীবনে পুড়ে যাওয়া মানুষের ব্যস্ততায় স্বপ্ন নিয়ে আসে বৈশাখ।
আসে অব্যক্ত প্রেম নিয়ে,মুকুলের বুক জুড়ে সম্ভাবনা নিয়ে।
শ্রমঝরা সোনালী ফসলের মাঠে মুগ্ধ হয়ে গান ধরে মুক্ত ঘুঘু ,ফিঙে।
কৃষকের অপেক্ষার উঠোনে ধানে শিহরণ জাগে কৃষাণীর প্রাণে।
ষোড়শী বালিকার টানে রাখাল রাজা বাজায় বাঁশি,পাগল করা সুরে।
মনপুড়া দেশে দহন লাগলে,স্মৃতির হাল খাতা খোল বন্ধু!
ঈশান মেঘের ছলনায় অন্ধকার নেমে এলে, শক্ত হয়ে রুখে দাঁড়াও ।