Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কঙ্গোয় জ্বর-মাথাব্যথার মতো উপসর্গে ৭৯ জনের মৃত্যু

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় জ্বর, সর্দি–কাশি, কফ, শ্বাসকষ্ট ও মাথাব্যথার মতো উপসর্গ নিয়ে অন্তত ৭৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

তারা বলেছে, মারা যাওয়া ব্যক্তিদের বেশিরভাগের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। এছাড়া দেশটিতে একই উপসর্গে আক্রান্ত আরও ৩০০ জনের বেশি মানুষ চিকিৎসকের কাছে এসেছেন।

পরিস্থিতি উদ্বেগ ছড়িয়েছে এমন কথা জানিয়ে দেশটির নাগরিক সমাজের নেতা সেপোরিয়েন মানজানজা রয়টার্সকে বলেন, জ্বর, সর্দি–কাশি, কফ, শ্বাসকষ্টের মতো উপসর্গে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আক্রান্ত প্রত্যন্ত এলাকায় ঠিকমতো ওষুধ পৌছানো যাচ্ছে না।

তবে মারা যাওয়া এসব ব্যক্তিরা কোনো ভাইরাসে সংক্রমিত কিংবা রোগে আক্রান্ত ছিলেন কিনা, তা বলতে পারছে না গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সরকার।

দেশটির সরকার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। আক্রান্ত এলাকাগুলো থেকে নমুনা সংগ্রহের জন্য চিকিৎসা দল পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কয়েক বছর ধরেই ইবোলা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো।

 

 

Exit mobile version