Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

কখন বদলি হজ করানো যাবে

প্রশ্ন: কেউ যদি ব্যস্ততার কারণে হজে যেতে না পারেন, তিনি কি অন্য কাউকে দিয়ে হজ করিয়ে নিতে পারবেন? নাকি তাঁকেই সশরীরে উপস্থিত হয়ে হজ করতে হবে? বদলি হজের ইসলামি বিধান কী—বিস্তারিত জানাবেন। মুহিববুল্লাহ, চট্টগ্রাম
উত্তর: ব্যস্ততার কারণে হজে যেতে না পারলে অন্য কাউকে দিয়ে বদলি হজ করানো যাবে না। কারণ এটি শরিয়ত নির্দেশিত অপারগতা নয়। বদলি হজ কেবল শরিয়তের দৃষ্টিতে মক্কায় যেতে অপারগদের জন্য প্রযোজ্য। এখানে বদলি হজের বিধান সংক্ষেপে তুলে ধরা হলো—

উত্তর দিয়েছেন: মুফতি ইশমাম আহমেদ, শিক্ষক ও ফতোয়া গবেষক॥

সৌজন্যে আজকের পত্রিকা

Exit mobile version