শোয়েব জানান তাঁর ছোটবেলায় অনেকেই তাঁকে নেতিবাচক কথা বলে দমানোর চেষ্টা করেছিল।
স্পোর্টস ডেস্ক::
ক্রিকেট ইতিহাসের সর্বকালের সবচেয়ে জোরে বোলারদের মধ্যে শোয়েব আখতারের নামটা সবসময় আসবে। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’র গতি এবং ক্ষিপ্রতা যে কোনো ব্যাটারের বুকে ভয় ধরাতে যথেষ্ট ছিল। ‘দ্রুততম’ ১৬১ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করার নজিরও তাঁর দখলে। তবে তিনি নাকি ফাস্ট বোলারই হতে চাননি।
সম্প্রতি লেজেন্ডস লিগ ক্রিকেটে শোয়েব আখতারের মতো কিংবদন্তি ক্রিকেটাররা অংশগ্রহণ করেছিলেন। সেই টুর্নামেন্টেই শোয়েব আখতারের সঙ্গে আরেক গতির রাজা, ব্রেট লির সাক্ষাৎ হয়। প্রাক্তন অজি বোলারের সঙ্গে এক পডকাস্টে নিজেই শোয়েব এই দাবিটি করেন। তাঁর মতে তাঁর অফুরন্ত ‘পরমাণু বোমা’র মতো এনার্জিই তাঁকে ফাস্ট বোলিংয়ের দিকে ঠেলে দেয়।
শোয়েব জানান তাঁর ছোটবেলায় অনেকেই তাঁকে নেতিবাচক কথা বলে দমানোর চেষ্টা করেছিল।
৪৬টি টেস্ট এবং ১৬৩টি ওয়ানডে খেলে পাকিস্তান তারকা বোলার যথাক্রমে ১৭৮ ও ২৪৭টি আন্তর্জাতিক উইকেট নেন।