জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বিশ্বকাপ জয়ী দলের সদস্য ওয়াসিম আকরামের গাড়িতে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। বুধবার করাচিতে ট্রাফিক জ্যামে আটকে থাকার সময় সাবেক এ অধিনায়কের গাড়িতে এক দুর্বৃত্ত গুলি করে। এ সময় ওয়াসিম আকরাম গাড়িতেই ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে দ্য ডন অনলাইন জানায়, ঘটনার সময় দুই ব্যক্তি তর্কাতর্কিতে জড়িয়ে পরে। একপর্যায়ে তাদের একজন বন্দুক বের করে গুলি করলে সেটি ওয়াসিম আকরামের গাড়ির টায়ারে লাগে।
সাবেক অধিনায়ক ওই গুলির টার্গেট ছিলেন না বলেও জানান পুলিশ কর্মকর্তা। তবে ঘটনাটি ইচ্ছাকৃত বলে অভিযোগ করেছেন ওয়াসিম আকরাম।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯১৬ উইকেটের মালিক ওয়াসিম বলেন, ‘করাচিতে একটি গাড়ি আমার গাড়িতে ধাক্কা দেয়। এ বিষয়ে জিজ্ঞেস করলে ওই গাড়ি থেকে একজন লোক বেড়িয়ে আসে এবং গুলি করে। তাকে দেখতে একজন কর্মকর্তা বলেই মনে হয়েছে।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ট্যালেন্ট হান্ট কার্যক্রমের আওতায় সারা দেশ থেকে বাছাই করা ২০ জন উদীয়মান পেসারকে অনুশীলন করাচ্ছেন ৪৯ বছর বয়সী সাবেক এ স্যুইং মাস্টার। বুধবার করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
Leave a Reply