Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ওসমানী বিমানবন্দরে এক কেজি সোনা জব্দ

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দুইদিনের ব্যবধানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি ফ্লাইট থেকে ফের ১ কেজির বেশি স্বর্ণালংকার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৪৮ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়। তবে  এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সিলেট বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. সোহানুর রহমান বলেন, স্বর্ণালংকারগুলো যাত্রীবিহীন অবস্থায় বিমানের ২৬ সি নং সিটের নিচে কালো মোড়ক দিয়ে আবৃত ছিল। যার ওজন ১ কেজি ১৬৭ গ্রাম।

তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণের মধ্যে ১৮পিস চুড়ি ও ৩ পিস চেইন রয়েছে। স্বর্ণের মোট ওজন এক কেজি ১৬৬ গ্রাম। এর বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা হবে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, চোরাচালানে জড়িত যাত্রী কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রাখে। ওই ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।

সিলেটের কাস্টমস কমিশনার মো. তাসনিমুর রহমানের নির্দেশনায় বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে জানিয়ে সোহানুর রহমান বলেন, স্বর্ণ উদ্ধারের ঘটনায় মামলা করা হবে।

এর আগে বুধবার বাংলাদেশের বিমানের একটি ফ্লাইট থেকে ১ কেজি ২৮৩ গ্রাম ওজনের ১১ পিস স্বর্ণের বার জব্দ করেছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

Exit mobile version