Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ওসমানিনগরে পিতা-পুত্রের দাফন, রাত ২টা পর্যন্ত জেগে ছিল প্রবাসী পরিবার

জগন্নাথপুর২৪ ডেস্ক::

প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় রাত ২টা পর্যন্ত জেগেছিলেন প্রবাসী রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা। রাত ২টার পর কী ঘটেছে তা জানেন না রফিকুলের স্ত্রী ও বড় ছেলে। পরিবারের পাঁচ সদস্যের অচেতন হওয়া এবং পরে রফিকুল ও তাঁর ছোট ছেলে মাইকুল ইসলামের মৃত্যুর কারণ সম্পর্কে বৃহস্পতিবার পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ। মৃত্যুর কারণ জানার জন্য রাসায়নিক পরীক্ষার রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তদন্ত-সংশ্নিষ্টরা।

অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলাম জানান, চিকিৎসাধীন থাকা রফিকুলের স্ত্রী হুছনারা বেগম এবং বড় ছেলে সাদিকুল ইসলাম এখন অনেকটা সুস্থ। তাঁরা কথা বলতে পারছেন। তবে মেয়ে সামিরা ইসলাম এখনও সংজ্ঞাহীন। হাসপাতালে দু’জনের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।

 

ওসমানীনগরের তাজপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে গত মঙ্গলবার সকালে যুক্তরাজ্য প্রবাসী পাঁচজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেওয়ার পর দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় রফিকুলের শ্যালক দেলোয়ার হোসেনের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন। তিনি বলেন, ঘটনার পর থেকে পুলিশ রহস্য উদ্ঘাটনে কাজ করে যাচ্ছে। তবে কোনো ক্লু পাওয়া যায়নি।
এদিকে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগরের ধিরারাই গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন হয়েছে রফিকুল ও মাইকুল ইসলামের। এর আগে ধিরারাই পারকুল মাদ্রাসা মাঠে তাঁদের জানাজা হয়। জানাজায় সিলেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাংগঠনিক সম্পাদক আনা মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় শফিকুর রহমান বলেন, প্রবাসীরা দেশের সব আন্দোলন-সংগ্রাম এবং দুর্যোগময় মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। প্রবাসীরা দেশের প্রাণ। এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নিতে হবে।
সুত্র সমকাল

Exit mobile version