যুক্তরাজ্য প্রতিনিধি::জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতিয়তাবাদী যুবদল যুক্তরাজ্য ওল্ডহ্যাম শাখার উদ্দ্যেগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে গত সোমবার ওল্ডহ্যামের স্থানীয় একটি রেস্তুরায়। ওল্ডহ্যাম যুবদল আহ্বায়ক হুমায়ুন আহমেদের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহ্বায়ক আবিদুল ইসলাম আরজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওল্ডহ্যাম বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ আলী লালা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওল্ডহ্যাম বিএনপি সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ , বিএনপি নেতা এম,এ ,মুহিত, বিএনপি নেতা প্রভাষক মহসিন চৌঃ , ওল্ডহ্যাম বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ চৌ, বার্ণলি বিএনপি সদস্য সচিব আলকাছ আলী, বার্নলী বিএনপি যুগ্ম আহবায়ক ফয়জুন্নুর, যুক্তরাজ্য যুবদল সদস্য এনায়েত হূসেন চৌঃ, যুক্তরাজ্য যুবদল সদস্য গোলাম মওলা নিক্সন,এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইয়াহহিয়া কোরশী, আব্দুল কাইয়ুম, শাহিন আহমেদ, সুহেল আহমেদ, খালেদ আহমেদ, সজিব বক্স, আজির উদ্দিন প্রমুখ ।বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাতপর্য তুলে ধরে বলেন’ ১৯৭৫ সালের পট-পরিবর্তনের পর দেশ এবং জাতি যখন নেতৃত্ব শূন্য ঠিক তখনি সিপাহী ও জনতা বিপ্লবের মধ্য দিয়ে দেশের দায়িত্বভার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাঁধে তুলে দিয়ে দেশকে সংকটের হাত থেকে উত্তরণ করেন ।
Leave a Reply