যুক্তরাজ্য প্রতিনিধি:: সকল ভেদাভেদ ভুলে দল এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানালেন নবনির্বাচিত ওল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ । সোমবার শত শত নেতা কর্মীর উপস্থিতে অনুষ্টিত এক সুধী সমাবেশে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ওল্ডহ্যাম বিএনপির গুরু দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহন কামনাও করেন। ওল্ডহ্যামের স্থানীয় একটি রেস্তুরায় অনুষ্টিত সুধি সমাবেশে শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন ওল্ডহ্যাম বিএনপি নেতা সাব্বির খান । এসময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক’কে ফুলেল শুভেচ্ছা জানান ওল্ডহ্যাম বিএনপির অন্যতম নেতা শানুর আলী ।সুধী সমাবেশে গুরুত্বপুর্ন মতামত পেশ করেন ওল্ডহ্যাম বিএনপির সাবেক সহ সভাপতি ফিরজ আলী লালা, প্রভাষক মহসিন চৌঃ, বাদশা মিয়া, ফয়সল আহমেদ চৌঃ,দবির আহমেদ, এনায়েত হসেন চৌঃ, শাহ মোবাশির আলী, গোলাম মওলা নিক্সন, আতিকুর রহমান লিটন,মতিউর রহমান দিলু, তোফায়েল ইসলাম চৌঃ রাজু, ইয়াহহিয়া কোরেশী, আবিদুল ইসলাম আরজু, তাজুল ইসলাম, শাহিন আহমেদ, রাসেল আহমেদ, রুমেল আহমেদ, ফয়জুল হক, আমির আলী, শিউল আহমেদ চৌঃ, সুহেল আহমেদ, তরুণ দল আহ্বায়ক খালেদ আহমেদ প্রমুখ।এছাড়া অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম বিএনপি সাবেক সাঃ সম্পাদক মইনুল ইসলাম হিরা, আব্দুস ছবুর,
মির্জা আব্দুল মুমিন, তকলিছ মিয়া, আলতাকুর রহমান, আহমেদ আলী, আকমল হোসেন, নাজরুল ইসলাম, সামছুল ইছলাম, রাজু কামালি, মতছির মিয়া, আসকির আলী, সাইফুল ইসলাম, আব্দুর রউফ, তেরাব আলী, আনোয়ার হোসেন, সুমন আহমেদ সহ অসংখ্য নেতাকর্মী ।
সংগঠনের সভাপতি জামাল উদ্দিনের সভাপতি ও সাধারণ সম্পাদক মওদুদ আহমেদের সঞ্চালনায় অনুষ্টিত সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করার পক্ষে গুরুত্বপুর্ন মতামত ব্যক্ত করেন। সভা শেষে ওল্ডহ্যাম বিএনপি নেতা আলহাজ গিয়াস উদ্দিন সবার সুখ শান্তি কাওনা করে বিশেষ মোনাজাত পররিবেশন করেন ।
Leave a Reply