জগন্নাথপুর২৪ ডেস্ক::
ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে কঠোর বিধিনিষেধ আরোপ করছে ফ্রান্স। যাদের পক্ষে সম্ভব, তাদের জন্য ঘরে বসে কাজ বাধ্যতামূলক হচ্ছে ৩রা জানুয়ারি থেকে। কোনো ইন্ডোর ইভেন্টে জনসমাগম দুই হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। শনিবার সেখানে একদিনে নতুন করে কমপক্ষে এক লাখ মানুষ আক্রান্ত হওয়ার পর এই কঠোরতা দেয়ার ঘোষণা আসে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর একদিনে শনিবারেই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়ে ফ্রান্স। নতুন রেকর্ড গড়লেও জনগণ যাতে বর্ষবরণ করতে পারেন, সে জন্য কিছুটা ছাড় দিয়েছেন প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্স। তিনি সাংবাদিকদের বলেছেন, এই মহামারিকে মনে হচ্ছে এমন একটি সিনেমার মতো, যার কোনো শেষ নেই। সোমবার তিনি উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে নতুন বিধিনিষেধের ঘোষণা দেন।
তার স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতি দু’দিনে দ্বিগুণ হচ্ছে। এর ফলে নতুন আক্রান্তের এক ‘মেগা ঢেউয়ের’ সতর্কতা দেন তিনি।
নতুন বিধিনিষেধে ঘরের বাইরে জনসমাগমে লোকজনের উপস্থিতি সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে। এসব সমাবেশে ৫ হাজারের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবে না। পরিবহনে দূরে গিয়ে খাবার খাওয়া বা পানীয় সেবন নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধই থাকতে নাইটক্লাবগুলো। ক্যাফে এবং বারগুলো শুধু টেবিলে খাবার সরবরাহ করতে পারবে। যেসব কর্মজীবী বাসায় বসে কাজ করতে চান, তারা সপ্তাহে কমপক্ষে তিনদিন তা করতে পারবেন। শহরের কেন্দ্রীয় অঞ্চলে মুখে মাস্ক পরা হবে বাধ্যতামূলক।
এর আগে করোনাভাইরাসের টিকা নেয়ার চার মাস পরে বুস্টার ডোজ নেয়ার অনুমোদন দিয়েছিল সরকার। কিন্তু সেই সময় এখন কমিয়ে আনা হচ্ছে। ফলে দ্বিতীয় ডোজ টিকা নেয়ার তিন মাস পরেই বুস্টার ডোজ নিতে পারবেন নাগরিকরা।
পার্লামেন্ট যদি একটি খসড়া বিল অনুমোদন করে তাহলে ১৫ই জানুয়ারি থেকে ‘ভ্যাক্সিন পাস’ কার্যকর হবে। এর অধীনে টিকা নিয়েছেন এমন প্রমাণ দেখাতে হবে খোলা কোনো স্থানে প্রবেশের ক্ষেত্রে। প্রধানমন্ত্রী ক্যাসটেক্স নতুন বর্ষবরণের সময়টাতে পূর্ণাঙ্গ লকডাউন বা কারফিউ দেননি। তিনি বলেছেন, আগের পরিকল্পনা অনুযায়ী ৩রা জানুয়ারি থেকে খোলা হবে স্কুল।
দেশটির সরকারি হিসাবে গড়ে সেখানে প্রতিদিন নতুন করে কমপক্ষে ৭০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। সোমবার কমপক্ষে ১৬০০ মানুষ নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সেখানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার।
এর বাইরে ইউরোপের দেশ জার্মানি এবং গ্রিসে বাড়তি বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। সরকার সেখানে ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যাকে কমিয়ে আনার জন্য নতুন নতুন নিয়ম চালু করছে। ২৭ শে ডিসেম্বর থেকে জনসমাগম নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে ফেলেছে জার্মানি। বেশ কিছু রাজ্যের জিম, সুইমিং পুল, নাইটক্লাব ও সিনেমা থাকবে বন্ধ। টিকা নিয়েছেন এমন ব্যক্তিদের প্রাইভেট সমাগমে সর্বোচ্চ ১০ জন উপস্থিত থাকতে পারবেন।
গ্রিসে ৩রা জানুয়ারি থেকে বার ও রেস্তোরাঁকে মধ্যরাতের মধ্যেই বন্ধ করে দিতে বলা হয়েছে। সেখানে টেবিলে বসিয়ে সর্বোচ্চ ৬ জন কাস্টামারকে খাবার পরিবেশন করা যাবে। দাঁড়িয়ে থাকা কাস্টমারদের খাবার পরিবেশন করা নিষিদ্ধ থাকবে। যদি এই নিয়ম কেউ না মানেন তাহলে ওইসব ভেন্যুতে মিউজিক নিষিদ্ধ করা হবে।
পক্ষান্তরে বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, নববর্ষ বরণের আগে ইংল্যান্ডে নতুন কোনো বিধিনিষেধ দেয়া হচ্ছে না। তবে তিনি বলেছেন, জনগণের সতর্ক থাকা উচিত। ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে বড়দিনে এমনিতেই আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়েছে।
Leave a Reply