আশিস রহমান দোয়ারাবাজার থেকে :বসতবাড়ি দখলের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীহামলার শিকার এক অসহায় মুক্তিযোদ্ধাপরিবার। মধ্যযুগীয়কায়দায় অমানুষিকনির্যাতন করা হয়েছেউক্ত পরিবারের সদস্যদেরকে, সন্ত্রাসীদের বর্বরতাথেকেনিষ্কৃতিপায়নি মুক্তিযোদ্ধাপরিবারের অবুঝশিশুটিও।চাঞ্চল্যকর, বর্বর এঘটনাটিঘটিছেদোয়ারাবাজার উপজেলার গিরিশনগর গ্রামের মুক্তিযোদ্ধাজালাল উদ্দিনের কন্যা হামিদা বেগমের বাড়িতে। সাংবাদিকদের কাছেনির্যাতিত হামিদা বেগম অভিযোগ করে বলেন, ঘটনার প্রায় সপ্তাহসময়পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সুষ্ঠু বিচার পায়নি। বিচারের জন্যদ্বারে দ্বারে ধরনা দিতে হচ্ছে।একটি স্বাধীন দেশের মুক্তিযোদ্ধা কন্যার সন্তান হয়েও আজআমি ভূমিহীন।একমাত্র সহায় সম্বল ভিটেবাড়ি থেকেআমাকেও আমার পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করে দেওয়া হয়েছে। বার বার সন্ত্রাসী হামলাচালিয়ে আমার সম্ভ্রমহানীর চেষ্টা চালানোহয়েছে। আমার পরিবারকেধ্বংসকরতেমারিয়াহয়ে উঠেছে প্রতিপক্ষ প্রভাবশালীস্থানীয় সন্ত্রাসীরা। এভাবেই সাংবাদিকদের কাছে কান্না জর্জরিতঅবস্থায় অভিযোগ করে ভেঙে পরেন নির্যাতিতমুক্তিযোদ্ধা কন্যাহামিদা বেগম। তিনি তার ভিটে বাড়িপুনরুদ্ধার ও সন্ত্রাসীদের সমুচিত শাস্তির জোর দাবিজানিয়েসংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনাকরেন।এ ব্যাপারে থানায় মামলাকরা হয়েছে।দোয়ারাবাজার থানার পুলিশ সূত্রে জানাযায়, মামলাকাজের অগ্রগতিচলছে। শিগ্রই আসামিদের আইনের আওতায় আনাহবে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। উল্লেখ যে, গত মঙ্গলবার২৫ আগস্টে তারিখে একই গ্রামের এখলাছফরাজীও মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন মোহরীর মেয়ে হামিদাবেগমের সাথে ক্রয়কৃত ফার্নিচার নিয়ে ও বসতঘর দখলকেকেন্দ্র করে হামলা ভাঙচুর ও রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাতঘটে।পরে খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতিনিয়ন্ত্রণে আনেন। এসময় আহত হন- হামিদা আক্তার (৩০), বাবুল মিয়া (৩৫), বাদশা মিয়া(৪০), মতিমিয়া (৪৫), মাশুকমিয়া (১৯), গিয়াস উদ্দিন (৪০)।
Leave a Reply