জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: লন্ডনে এসিড হামলার আতঙ্কে আছেন মুসলিমরা। এছাড়া আফ্রো-এশীয়রাও আতঙ্কের মধ্যে রয়েছেন।
গত সপ্তাহে একজন উঠতি মডেল ও তার কাজিনের উপর এসিড হামলার পর অনলাইনে এসিড হামলার ভয় ছড়িয়ে পড়ে। খবর আল আরাবিয়া’র।
এসিড হামলায় ওই উঠতি মডেল ও তার কাজিন মারাত্মক আহত হন এবং তাদের চেহারা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে পরে।
হোয়াটসঅ্যাপ ও অন্যান্য মেসেজিং সার্ভিসে একটি বার্তা ব্যাপক চালাচালি হয়। সেটা হলো- ‘প্লিজ, সতর্ক থাকুন, যদি আপনি বাদামি হন। দক্ষিণ এশীয় বা মুসলমানদের মতো দেখতে লোকদের উপর এ ধরনের হামলা হতে পারে।’
হোয়াটসঅ্যাপে আরেকটি মেসেজ শেয়ার হচ্ছে ঠিক এরকম- ‘ডেলিভিারি ম্যান সেজে ঘরে ঘরে যাচ্ছে হামলাকারীরা। মুসলিমদের উপর এসিড নিক্ষেপ করছে। প্লিজ নিরাপদ থাকুন।’
উঠতি মডেলের উপর এসিড নিক্ষেপের ঘটনার পর বড় ধরনের এসিড সন্ত্রাসের ঘটনা না ঘটলেও এশীয় ও মুসলিমরা ব্যাপক আতঙ্কের মধ্যে বসবাস করছেন বলেই জানা গেছে।
ব্রিটেন ক্রমবর্ধমান হারে বিদ্বেষমূলক অপরাধ (হেইট ক্রাইম) সংঘটিত হচ্চে। হিজাব পরিহিত নারীদের উপর বেশ কয়েকটি হামলা ঘটেছে। শ্বেতাঙ্গ সন্ত্রাসী ও খ্রিস্টান উগ্রবাদীরা এ ধরনের হামলা চালিয়ে থাকে।