স্টাফ রিপোর্টার:: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছন, পাবলিক স্কুলগুলোর অসৎ প্রতিযোগিতা ঠেকাতে আগামী বছর থেকে বোর্ড ভিত্তিক সেরা স্কুল নির্ধারণ করা হবে না।শনিবার মন্ত্রণালয়ে এসএসসির ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা সৃষ্টির জন্য বোর্ড ভিত্তিক সেরা স্কুল নির্বাচন চালু হয়েছিল। কিন্তু তালিকায় ওপরের দিকে থাকতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অসৎ পথ অবলম্বন করছে। তাই আগামীতে পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেরা ২০ বা ১০ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কোনো তালিকা করা হবে না।