স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার মাধ্যমিক স্কুল পয়ার্যে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে একটি মাত্র প্রতিষ্ঠান শতভাগ ফলাফল অর্জন করেছে। অপরদিকে ১৮টি মাদরাসা প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ২টি মাদরাসা প্রতিষ্ঠান শতভাগ ফলাফল করেছে।
উপজেলা মাধ্যমিক অফিস সুত্র জানায়,এবছর জগন্নাথপুরের ৩০টি মাধ্যমিক স্কুলের মধ্যে একমাত্র শতভাগ ফলাফল করেছে সৈয়দপুরের আইডিয়াল গার্লস হাই স্কুল। এ প্রতিষ্ঠান থেকে ১৪ জন শিক্ষার্থী এসএসসিতে অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছে।
সর্বনিম্ন ফলাফল করেছে সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে এবার ১৫ জন শিক্ষার্থী এসএসসিতে অংশ নেয়। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৭ জন। অকৃকার্য হয় ৮জন। পাশের হার ছিল ৪৬.৬৭ শতাংশ।
অপরদিকে ১৮টি মাদরাসা প্রতিষ্ঠানের মধ্যে এবার দাখিলে ২টি প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। প্রতিষ্ঠান ২টি হচ্ছে হলিয়ারপাড়া ফাজিল মাদরাসা ও জয়দা ইসলামিয়া দাখিল মাদরাসা। হলিয়ারপাড়া মাদরাসা থেকে দাখিলে ৫৯জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে। এরমধ্যে ২টি জিপিএ-৫ এসেছে। এছাড়া জয়দা ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে ৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উর্ত্তীণ হয়েছে। মাদরাসা পর্যায়ে
সর্বনিম্ন ফলাফল করেছে ইকড়ছই জামেয়া ইসলামিয়া হাফিজিয়া সিনিয়র মাদরাসা। এ প্রতিষ্ঠান থেকে এবার ৬৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৩৫ জন। অকৃকার্য হয়েছে ৩৪ জন। পাশের হার ৫০.৭২ শতাংশ।