জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুন:নিরীক্ষণের ফলাফল শনিবার প্রকাশ করা হয়েছে। এতে সিলেট শিক্ষাবোর্ডে ১০ জন জিপিএ ৫ পেয়েছে। তবে ফেল করাদের মধ্য থেকে ১৫ জন পাস করলেও জিপিএ ৫ পায়নি কেউ।সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান এসব তথ্য জানিয়েছেন।তিনি জানান, এবার বিভিন্ন গ্রেড পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৩৬৮ জন ফল পুন:নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে থেকে ১০ জন জিপিএ ৫ পেয়েছে।
প্রসঙ্গত, এবার সিলেট শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৪৫২ জন। গতবছর এই সংখ্যা ছিল ৩ হাজার ৩৪১ জন।
এবার সিলেট বোর্ড মোট পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ২৪৫ জন। এরমধ্যে ছেলে ৩২ হাজার ৪১৩ মধ্যে পাশ করেছে ২৬ হাজার ৯৬৬ জন। পাশের হার ৮৩ দশমিক ২০ ভাগ। আর ৩৯ হাজার ৬১১ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩১ হাজার ৯৬৬ জন। পাশের হার ৮০ দশমিক ৭০ ভাগ।
–
Leave a Reply