Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এসএসসি’র ফর্ম পূরণ ২৯শে মে পর্যন্ত

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের কারণে স্থগিত এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় বাড়ানো হয়েছে। আগামী ২২শে মে থেকে ২৯শে মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই ফর্ম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এসএসসি পরীক্ষা-২০২১ এর ফর্ম পূরণ গত ১লা এপ্রিল থেকে ৭ই এপ্রিল পর্যন্ত সম্পন্ন হয়েছে। কিন্তু কোভিড-১৯ বিস্তারের কারণে অনেক শিক্ষার্থী ফর্ম পূরণ করতে পারেনি। যারা ওই সময়ে ফরম পূরণ করতে পারেনি তারা আগামী ২২শে মে থেকে ২৯শে মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ ৩০শে মে।

এতে আরো বলা হয়, এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি আদায় করার কোনো সুযোগ নেই। ফর্ম পূরণের অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।। মানব জমিন।

Exit mobile version