Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এসআই আকবর গ্রেফতার!

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের বন্দর বাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় বরখাস্তকৃত পুলিশের উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল। তবে এ তথ্য সম্পর্কে এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

আজ সোমবার (২০ অক্টোবর) এ খবর ছড়িয়ে পড়লে সিলেটসহ সারাদেশে আলোচন উঠে।

তবে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই সিলেটের পুলিশ পরিদর্শক মুহিদুল ইসলাম জানান, ‘আকবর গ্রেপ্তারের বিষয়ে তিনি কোনো কিছু জানেন না। তার কাছে এরকম কোন তথ্য নেই। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থা তাকে গ্রেপ্তার করলেও তদন্ত কর্মকর্তা হিসেবে বিষয়টি জানার কথা ছিল। তবে তিনি জানান, ‘গণমাধ্যমে গ্রেপ্তারের বিষয়ে খবর প্রকাশ করছে।

Exit mobile version