স্পোর্র্টস ডেস্ক:: এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা। শ্রীলঙ্কাকে ২৩ রানের ব্যবধানে হারিয়ে ফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রেখেছে বাংলাদেশ।টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করতে সমর্থ হয় শ্রীলঙ্কানরা। পেসার আল-আমিন নেন ৩ উইকেট।
এর আগে বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে তাণ্ডব চালান সাব্বির রহমান। তিনি ৫৪ বলে ১০টি চার ও ২ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন। তার সঙ্গে সাকিব আল হাসান ৩৪ বলে ৩২ রান করেন।
আর শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদ ১২ বলে ২চার ও ১ ছক্কায় ২৩ রানের অপরাজিত থাকেন।শ্রীলঙ্কান পেসার চামিরা নিয়েছেন ৩ উইকেট।বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।