Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

সুহেল হাসান- জগন্নাথপুর উপজেলার এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্টিত হয় । সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণের মাধ্যমে অভিভাবক ও শিক্ষকরা তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। নির্বাচনে ৩৪৯ জন অভিভাবক ভোটারের মধ্যে ৩১৪ জন ভোটার ভোট প্রদান করেন । কমিটির নির্বাচিত চারজন অভিভাবক সদস্যের বিপরীতে ৮জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন এদের মধ্যে মো : হারুন মিয়া ১৬৩ ভোট, মো: নজরুল ইসলাম ১৫৮ ভোট, আবুল হোসেন ১৪৯ ভোট, মো: ফজর আলী ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন । তাদের নিকটতম প্রতিদ্বন্ধী মো. মানিক মিয়া ৮৯, মো. বাবুল মিয়া ৭৪, মো. আজক আলী ৭৫, মো. সাফিক মিয়া ৬৫, সমর দাশ ৬৭, মো. মাহবুর রশীদ ৫৪ ভোট পান। অপরদিকে মহিলা সদস্য ৩ জন প্রার্থীর মধ্যে মোছাঃ সাদেকা বেগম ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্ধি রুকিয়া বেগম ১১০ ভোট, ঝুনুকা বেগম ৭৩ ভোট পেয়ে পরাজিত হন । শিক্ষকদের ভোটে শিক্ষক সদস্য মো. শফিউর রহমান ও মো. বাবুল ইসলাম শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন। উল্লেখ্য নির্বাচিত সদস্যরা সভাপতি মনোনীত করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রিজাইডিং অফিসার মোখলেছুর রহমান ফলাফল ঘোষনা করে বলেণ, উৎসবমূখর পরিবেশে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক ও শিক্ষকরা নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন।

Exit mobile version