স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বর্তমান সংসদ সদস্য, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নির্বাচনী প্রতীক নৌকার সমর্থনে সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় স্থানীয় আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগিতা সংগঠনের উদ্যোগে জগন্নাথপুরের এরালিয়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ছেলে সাদাত মান্নান অভি।
স্থানীয় আওয়ামী লীগ নেতা শামীম আহমদের সভাপতিত্বে ও রঞ্জন কুমার দাস রঞ্জ’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনসহ অনেকে বক্তব্য দেন।