Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এরশাদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে জগন্নাথপুরের মীরপুরে জাপার বিক্ষোভ মিছিল

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন আহমদ এরশাদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জগন্নাথপুর উপজেলার মীরপুর বাজারে জাতীয় পার্টির উদ্যোগে সোমবার বিকেলে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জাপা নেতা আবুল বাসারের নেতৃত্বে স্থানীয় মিরপুর বাজার বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বরপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে জাপা নেতা ডাঃ আছকির খানের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাপা নেতা, আবুল বাশার, পৌর কাউন্সিলর খলিলুর রহমান, রফিক উদ্দিন, ফয়জুল মিয়া, মোস্তফা আলী, বাবুল মিয়া, সুহেল আহমদ , জাহাঙ্গীর হুসেন, জুবের আহমদ, শামসু ইসলাম প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি-

Exit mobile version