স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্ঠায় নতুন করে ৫০ গ্রামে বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে গ্রামগুলোতে বিদ্যুতের কাজ শুরু করতে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে করে জগন্নাথপুর ও দক্ষিন-সুনামগঞ্জ উপজেলার ৫০ গ্রামের মানুষের অন্ধকার যুগের অবসান হবে। বিদ্যুতের আলোয় আলোকিত হবে দীর্ঘদিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রামের মানুষ। এ প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমান সরকার সারাদেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছে। যার ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকার গ্রামগুলোতে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার নের্তৃত্বে যে উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হয়েছে জগন্নাথপুর দক্ষিন সুনামগঞ্জ নয় বাংলাদেশের এমন কোন গ্রাম থাকবেনা বিদ্যুতের আলোর বাহিরে। বর্তমান সরকার বিদ্যুৎ সেক্টরে অভাবনীয় সফলতা অর্জন করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার শুধু বিদ্যুতের বর্তমান চাহিদা পূরণ করছে না ভবিষ্যতেও যাতে বিদ্যুতের ঘাটতি না থাকে সে ব্যবস্থা করছে। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সূত্র জানায়, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের চাহিদাপত্রের আলোকে জগন্নাথপুর উপজেলার মিঠাভরাং,বাঘাটেকি,শাসনযশুদা,শ্রীনিধিপুরবাজার,শ্রীনিধিপুর,ঐয়ারকোনা,দয়ালনগর,মাকরকোনা,তেরাউতিয়া,আলাগদি,সাতা,সাতা বাজার,দরিকুঞ্জনপুর,নয়াতিলক, কল্যানপুর,কালিটেকী,কাকবলি,জহিরপুর,সেরা মোহাম্মদপুর,দীঘলবাক,দিঘলবাক দক্ষিন,কালানজুরাসহ৩১টি গ্রাম ও বাজারে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করাহয়েছে। অপরদিকেদক্ষিনসুনামগঞ্জেরঠাকুরভোগ,দুর্গাপুর,মৌকলা,তেলিয়া,সাপেরকোনা,আন্দাবাজ,হাসারচর,দুর্বাকান্দা,শান্তিপুর,হুলারভিটা,জয়সিদ্ধি,শ্যামনগর,কুতুবপুর,ডালাগাঁও কাঠালিয়া, আমরিয়া, বুরুমপুর,চৌকা.বাংলাবাজার,হলদারকান্দি,তাজপুর,বীরকলস,গুগিরগাঁও,আসামপুর,ধরমপুর,জয়কলস হুলুতুলু,আক্তারপাড়া,থলেরবনসহ ২৯টি গ্রামে বিদ্যুতায়ন হবে। ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদানে টেন্ডার হয়েছে। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর প্রচেষ্ঠায় একসাথে এত গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করা আমাদের জন্য বড় পাওনা। গ্রামীণ জনপথের উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে। দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর উদ্যোগে দক্ষিন সুনামগঞ্জ উপজেলার নির্ভৃতগ্রামগুলোতে বিদ্যুতায়নের ব্যবস্থা করায় আমরা আনন্দিত। আমরা আশা করি দক্ষিন সুনামগঞ্জে কোন গ্রাম বাকী থাকবে না বিদ্যুতায়নের। তাই দক্ষিন সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম সুহেল পারভেজ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,চলতি অর্থ বছরে জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জসহ জেলায় ৬৭০ কিলোমিটার এলাকায় বিদ্যুতায়নের মাধ্যমে ৫০ হাজার পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে। খুব শ্রীঘ্রই সংযোগ প্রদানে কাজ শুরু হবে।
Leave a Reply