নিউজ ডেস্ক:: এমসি কলেজের সাহিত্য সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় আবেদনকারী শিক্ষার্থীদের প্রাথমিক বাছাই পর্ব আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর কলেজের কলাভবনে অনুষ্ঠিত হবে।৭ সেপ্টেম্বর কলাভবনের ২০৬ নং কক্ষে সকাল ১০টায় বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তি, দুপুর ১২টায় ২০৫ নং কক্ষে একক ও দ্বৈত অভিনয়, বেলা ১টায় ২০৬ নং কক্ষে রবীন্দ্র সংগীত ও দেশাত্মবোধক গানের বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৮ সেপ্টেম্বর সকাল ১০টায় কলাভবনের ২০৬নং কক্ষে ‘সচেতনতা নয়, কেবলমাত্র আইন প্রয়োগের মাধ্যমেই পরিবেশ বিপর্যয় রোধ করা সম্ভব’ বিষয়ে বিতর্ক, দুপুর ১২টায় ২০৫নং কক্ষে নজরুল সঙ্গীত, লোকগীতি, নৃত্য, বেলা ২টায় ২০৫নং কক্ষে ধারাবাহিক গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এম.সি.কলেজের সাহিত্য-সাংস্কৃতিক সপ্তাহ -২০১৫ এর উদযাপন কমিটির সদস্য প্রতাপ চৌধুরী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে