Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এম,এ মান্নানে কটুক্তি করার প্রতিবাদে সভাপতির পদ থেকে মতিউর রহমানের অপসারন দাবী

দক্ষিন সুনামগঞ্জ প্রতিনিধি :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপিকে নিয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের করা কটুক্তির প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ্ করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে তাকে অপসারণেরও দাবি জানান বক্তারা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা সদরের শান্তিগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের শান্তিগঞ্জ বাজার ও সুনামগঞ্জ-সিলেট মহা সড়কে বিক্ষোভ মিছিল ঘণ্টাব্যাপি প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা ‘মতিউর হটাও- সুনামগঞ্জ বাঁচাও, মতিউর হঠাও-আ.লীগ বাঁচাও’ ময়মনসিংহের মতিউর সুনামগঞ্জ ছাড়’ এধরণের স্লোগান দেয়।
বিক্ষোভকারীরা মতিউর রহমানের ছবিসহ ‘লবন চুরা- মতিউর’ লিখা প্লেকার্ড নিয়ে স্লোগান দেয়া হয়। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পূর্ব বীরগাঁও
ইউপি চেয়ারম্যান নুর কালাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, আসাদুর রহমান আসাদ, জিএম সাজ্জাদুর রহমান, ফখরু মিয়া, নাছির উদ্দিন, নুর আহমদ নুরু, আবুল হাসান মেম্বার, আবদাল হোসেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন ও জুয়েল আহমদ, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সহ সভাপতি রিপন তালুকদার, জুবেল আহমদ, রাজা মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক নুর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক রওশন আলী, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, সহ-সম্পাদক জুসেল আহমদ, সদস্য মাসুক পারভেজ, সাবেক যুগ্ম-আহ্বায়ক সাব্বির আহমদ, কামরুল ইসলাম, সিলেট মহানগর যুবলীগ নেতা মোর্শারফ হোসেন জাকির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রণধির মজুমদার ছানা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগ নেতা ছদরুল ইসলাম, ইমরান হোসেন, আল-মাহমুদ সোহেল, রয়েল আহমদ, জাহিদুল ইসলাম, দিলন আহমদ, শাহান আহমদ, জগন্নাথপুর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রুমেল আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,‘সৎ ও স্বজ্জন রাজনীতিবিদ, উন্নয়নের রূপকার, জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী কমিটির ২ বারের সাবেক সদস্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম এ মান্নান’র বিরুদ্ধে যারা সমালোচনা করে তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারকে নিয়ে কথা বলে। এরা আওয়ামী লীগের শত্রু। মতিউর রহমান ১৯৭১ সালে দিরাই উপজেলার একটি বিদ্যালয়ে মাস্টারি করতেন। বঙ্গবন্ধুর ডাকে দেশপ্রেমিক যুবকরা যখন ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তখন তিনি জানের ভয়ে যুদ্ধে অংশ নেন নি। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের দীর্ঘদিন যাবৎ ভারপ্রাপ্ত সভাপতি থেকেও একবার উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিভিন্ন এলাকায় ইট-বালু পাথরের কন্ট্রাক্টারি ও চাঁদাবাজি করে এলাকার মানুষকে লুটে-পুটে খেয়েছেন। এখন তিনি এম এ মান্নানকে নিয়ে কটুক্তি করছেন।’
বক্তারা আরও বলেন, ‘বিগত ৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে যে কটুক্তি করেছেন সেটা আওয়ামী লীগে থেকে আওয়ামী লীগ ও জননেত্রী প্রধানমন্ত্রীর বিরোধীতা এবং দলের সঙ্গে বেইমানীর শাামল। তিনি বিএনপি-জামায়াতের গুপ্তচর হিসাবে কাজ করছেন।’
বক্তারা বলেন, ‘দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি, দ্রুত যেন মতিউর রহমানকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের এমন গুরুত্বপূর্ণ পদ থেকে বহিষ্কার করা হয়।’

Exit mobile version