স্টাফ রিপোর্টার:; অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। এ সরকার উন্নয়নের সরকার। তিনি কুশিয়ারা নদীতে রানীগঞ্জ সেতুর কাজ আসন্ন শীত মৌসুমে জোর শোরে শুরু হবে বলে আবারও উপজেলাবাসীকে আশ্বস্থ করে বলেন,এ সরকারের শাসনামলে রানীগঞ্জ সেতু নয় শুধু বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু বানিয়ে বিশ্ববাসীকে দেখিয়েছি। তিনি উন্নয়নের প্রশ্নে কোন আপোষ নেই উল্লেখ করে বলেন, সরকার উন্নয়ন বান্ধন কর্মকান্ডে একটি মহল নানা ষড়ষন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়ষন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকা থেকে প্রথমবারের মতো নির্বাচনী এলাকায় কুশিয়ারা নদীর রানীগঞ্জ ফেরীদিয়ে যাতায়াত পথে রানীগঞ্জ বাজারে আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন মন্ত্রী। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদীর আহমদ মুক্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মজলুল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, যুক্তরাজ্য প্রবাসী সাবেক উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হাসিব, ইউনিয়ণ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মাহবুবুর রহমান, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, তোফাজ্জল হক সুমন, ইউনিয়ণ ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠু, সহ-সভাপতি হিবলু তালুকদার প্রমুখ। সভায় ইউনিয়ণ ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠুর বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলীর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে মন্ত্রীসহ উপজেলা আওয়ামীলীগ নের্তৃবৃন্দ চলে গেলে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠু ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলীর লোকজন ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়েন। খবর পেয়ে ছাত্রলীগ নেতা মিঠুর পক্ষে তার নিজ গ্রাম গর্ন্ববপুর ও সুন্দর আলীর পক্ষে তার নিজ গ্রাম বাঘময়না গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। তবে একে কেউ হতাহত হননি। খবর পেয়ে জগন্নাথপুর থানার ওসির নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওসি আসাদুজ্জামান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।আর যাতে এনিয়ে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ তৎপর রয়েছে।
Leave a Reply