প্রভাবশালী ঠিকাদার ও যুবলীগের কেন্দ্রীয় নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। আজ শুক্রবার দুপুরে রাজধানীর নিকেতনস্থ তার কার্যালয় থেকে আটক করা হয়।
এ সময় জি কে শামীমের ওই কার্যালয় থেকে বিপুল অংকের টাকাও উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব। শামীম ছাড়াও তার সঙ্গে থাকা ছয় দেহরক্ষীও ধরা পড়েন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সন্মানদী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত মো. আফসার উদ্দিন মাস্টারের ছেলে শামীম। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগেরও সহসভাপতি।
সুত্র-মানব জমিন