স্টাফ রিপোর্টার:জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল আটটা থেকে বিরতীহীনভাবে একটানা চাটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এখন চলছে গননার কাজ। এবার পৌর নির্বাচনে তিন জন মেয়র প্রার্থী ও ৩৪ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ১০ প্রার্থী অংশ নেন। সরেজমিনে দেখা গেছে পৌরনির্বাচনের ১১টি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা নিবিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিল ভিজিলেন্সটিম।
জগন্নাথপুর পৌর নির্বাচনের রির্টানিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটারদের উপস্থিতি ছিল উৎসাহব্যাঞ্চক