স্টাফ রিপোর্টার:: ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহন একটি গাড়ি ৫জন যাত্রীকে মাধবপুরে ফেলে চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। যাত্রাবিরতিকালে নির্ধারিত সময়ের আগেই এনা পরিবহনের ওই গাড়িটি ৫ জন যাত্রীকে রেখে চলে যাওয়ায় যাত্রীরা বিপাকে পড়েছেন। ওই ৫ যাত্রীর একজন জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাসুদেববাড়ি এলাকার বাসিন্দা ব্যবসায়ী সুহেল মাহমুদ। সুহেল মাহমুদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে সিলেটের উদ্যেশে এনা পরিবহনের একটি বাসে তিনি বাড়ি ফিরছিলেন। রাত একটার দিকে গাড়িটি মাধবপুরের হোটেল হাইওয়ে ইনে ২০ মিনিটের যাত্রা বিরতী দেয়। ১৫ মিনিটের সময়ই গাড়িটি ছেড়ে চলে যায়। এতে তিনিসহ ওই গাড়ির ৫ যাত্রী আটকা পড়েন। বিষয়টি তারা এনা পরিবহনের কাউন্টারে জানিয়েছেন। এরিপোর্ট লেখাকালীন সময় রাত ২ টায় যাত্রী হাইওয়ে ইনে ঢাকা থেকে ছেড়ে আসা অপরগাড়ির অপেক্ষার প্রহর গুনছিলেন।