জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘এনটিভি ইউরোপ’র সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি নিয়োগ পেয়েছেন মো: আব্দুল হাই । এনটিভি ইউরোপ কর্তৃপক্ষ আজ ১২ ডিসেম্বর নিয়োগ পত্র প্রদান করেছেন। মো: আব্দুল হাই দীর্ঘদিন ধরে দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়া অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে ডটকম’র সম্পাদক ও বিশ^নাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সহকারি সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং টেলিভিশন চ্যানেল এস ইউকে’র প্রতিষ্ঠাকালীন সময় থেকে ২০০৮ ইং পর্যন্ত জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এনটিভি ইউরোপ-এ জগন্নাথপুরের সংবাদ সংক্রান্ত প্রয়োজনে ০১৭১৫১৭৩০০১ মোবাইল নাম্বারে তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি