জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::এখন থেকে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। সচিব জানান, এখন থেকে স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য পদে যারা প্রতিদ্বন্দিতা করবেন তাদেরকে দলীয়ভাবে মনোনয়ন নিতে হবে। একই সঙ্গে তাদের প্রতীকও হবে দলীয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিতে পারবেন। সচিব জানান, স্থানীয় সরকারের সংশোধিত পাঁচটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এগুলো হলো-স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ)(সংশোধন) আইন, ২০১৫’, উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫’, ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৫’, স্থানীয় সরকার (পৌরসভা)(সংশোধন) আইন, ২০১৫’ ও স্থানীয় সরকার (সিটি করপোরেশন)(সংশোধন) আইন, ২০১৫।
–
Leave a Reply