Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এখনই ইউক্রেনের আকাশপথ বন্ধ করে দিন: জেলেনস্কি

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মারিওপোলের একটি হাসপাতালে রুশ বিমান হামলার পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির আকাশপথ এখনই বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন।

বুধবার টুইটারে তিনি এ দাবি জানান। খবর বিবিসির।

জেলেনস্কি বলেন, ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছেন মানুষ ও শিশুরা। নৃশংস ঘটনা এটি। বিশ্ব আর কতদিন সন্ত্রাসকে উপেক্ষা করে সহযোগী থাকবে?

এর আগে ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ বাস্তবায়নের দাবি জানিয়েছিলেন জেলেনস্কি। যদিও যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলো তা প্রত্যাখ্যান করেছিল।

জেলেনস্কি বলেন, এখনই ইউক্রেনের আকাশপথ বন্ধ করে দিন। হত্যা থামান।

ইউক্রেনের দাবি, মারিওপোলে একটি হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুদের ওই হাসপাতাল ধ্বংস হয়ে গেছে।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেনকো বলেন, মারিওপোলের ওই হাসপাতালের প্রসূতি, শিশু ও থেরাপি ওয়ার্ড রাশিয়ার বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আহতদের পাশে থাকা হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।

স্থানীয় সংসদ সদস্য দিমিত্র গুরিনও রাশিয়ার হামলার বিষয়টি নিশ্চিত করেন।

তবে বিবিসি হামলার সত্যতা যাচাই করতে পারেনি।

 

Exit mobile version