1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
এখনই আসছে না পেপ্যাল, তবে আসছে জুম - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

এখনই আসছে না পেপ্যাল, তবে আসছে জুম

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫
  • ৫৫৩ Time View

আবারও আশাহত হতে হল, এবারও দেখা মিলছে না পেপ্যালের। তবে পেপ্যাল না আসলেও আসছে পেপ্যালের সহযোগী মানি ট্রান্সফার ফার্ম জুম কর্পোরেশন। এ বছরের সেপ্টেম্বরের মধ্যেই বাংলাদেশে জুম কার্যক্রম চালু করতে যাচ্ছে।

আজ পেপ্যালের ভাইস প্রেসিডেন্টের সাথে বৈঠক শেষে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পেপ্যাল শীর্ষ নির্বাহীর সাথে অনুষ্ঠিত এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন বেসিস প্রেসিডেন্ট শামীম আহসান।

ফেসবুক স্ট্যাটাসে জুনাইদ আহমেদ পলক বলেন, “পেপ্যাল ভাইস প্রেসিডেন্টের সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশ সরকারের বিভিন্ন নীতিমালা এবং বাংলাদেশে তাদের ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে এই বৈঠকে আমরা বিস্তারিত তুলে ধরেছি।”

তবে এখনই তারা বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম চালু করছে না জানিয়ে তিনি বলেন, “তারা বাংলাদেশে জুমের কার্যক্রম চালুর ব্যাপারে সম্মত হয়েছে। এছাড়া বাংলাদেশে পাপ্যালের কার্যক্রম চালুর ব্যাপারটিও গুরুত্ব সহকারে দেখবে বলে আশ্বস্ত করেছে।” আগে হোক কিংবা পরে হোক, পেপ্যালকে বাংলাদেশে আনার ব্যাপারে সবধরনের চেষ্টা চালিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এ বৈঠকের বিষয়ে জানতে চাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের প্রিয় টেককে জানান, “বাংলাদেশে প্রাথমিকভাবে জুম চালু করতে সম্মত হয়েছে পেপ্যাল। এর পাশাপাশি পেপ্যাল চালুর বিষয়ে আরও যাচাই বাছাই করবে প্রতিষ্ঠানটি। সবদিক মিলে গেলে এ বছরের মধ্যেই বাংলাদেশের মানুষ পেপ্যাল ব্যবহারের সুযোগ পাবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, মানি ট্রান্সফার সার্ভিস জুমকে এ মাসের শুরুতে অধিগ্রহণ করে পেপ্যাল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com