Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এক রশিতে ঝুলছিল মা-মেয়ের লাশ

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কি‌শোরগ‌ঞ্জের তাড়াইলে নি‌জ বসতঘ‌রে একই রশিতে ঝুলন্ত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামের উমায়ের মিয়ার বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পারিবারিক কলহের কারণেই সোমবার সন্ধ্যা রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলেন- উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামের উমায়ের মিয়ার স্ত্রী শাহনাজ (২৭) ও তার মেয়ে প্রিয়তী (১৩)।

স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯টার দিকে এলাকাবাসী বসতঘরে ধর্নায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, ধারণা করছে গৃহবধূ শাহনাজের স্বামী উমায়ের মিয়া দ্বিতীয় বিয়ে করায় এ ঘটনা ঘটতে পারে। মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version