জগন্নাথপুর২৪ ডেস্ক::
জামালপুরের মেলান্দহ উপজেলায় নিজ বাড়ি থেকে ৪০ কেজি গাঁজাসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দুরমুট ইউনিয়নের সুলতানখালি (মাইচ্ছা পড়া) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বেলাল হোসেন দুরমুট ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই এলাকার করিম শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর ডিবি পুলিশের এক সদস্য জানতে পারেন ইউপি সদস্য বেলাল হোসেনের বাড়িতে গাঁজা রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় ওই ইউপি সদস্যের বসত ঘরে দুটি সাদা প্লাস্টিকের বস্তায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ইউপি সদস্যকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ইউপি সদস্যের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সুত্র আজকের পত্রিকা