Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

এক নজরে এশিয়া কাপের পূর্ণাঙ্গ খসড়া সূচি

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপের  আসর। ওই আসরের সূচি প্রকাশ হবে দ্রুতই। তার আগে খসড়া সূচির ধারণা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। যে সূচি সমকালের হাতে এসেছে।
সূচি অনুযায়ী, ৩০ আগস্ট নেপালের বিপক্ষে মুলতানে এশিয়া কাপ শুরু করবে পাকিস্তান। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ রাখা হয়েছে বাংলাদেশের। ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি হবে হাইভোল্টেজ ম্যাচে। ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ রাখা হয়েছে বাংলাদেশের।
ছয় দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। চার দল যাবে সুপার ফোরে। পয়েন্ট যাই হোক শেষ চারে গেলে পাকিস্তান এ১ এবং ভারত এ২ হিসেবে বিবেচিত হবে। একইভাবে শ্রীলঙ্কা বি১ এবং বাংলাদেশ বি২ হিসেবে বিবেচিত হবে। নেপাল বা আফগানিস্তান শেষ চারে উঠলে এ১-এ২ এবং বি১-বি২ এর স্থানে জায়গা পাবে।

Exit mobile version