জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::মাত্র এক টাকার জন্য এক ব্যক্তিকে খুন করা হয়েছে। এমন তথ্য পেয়ে হতবাক হয়েছে পুলিশ। শুক্রবার ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা মনোহর নামের ওই ব্যক্তি খুন হয়েছে এক দোকানির ছেলের হাতে। খবর এবেলাডটইনের।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, শুক্রবার রাতে মহারাষ্ট্রের থানের বাসিন্দা মনোহর গামনে স্থানীয় একটি দোকানে ডিম কিনতে যান। কিন্তু ডিম কেনার কিছুক্ষণের মধ্যেই মনোহরের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয় দোকানির। মনোহরের অভিযোগ ছিল ডিমের দাম এক টাকা বেশি নেয়া হচ্ছে। সেটা দিতে নারাজ মনোহর। বাগ্বিতণ্ডার একপর্যায়ে ওই দোকানির ছেলে মনোহরকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুধঙ্কর প্রভু নামে ওই যুবকের শাস্তির দাবিতে সরব হন এলাকার বাসিন্দারা। ফলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সামান্য এক টাকার জন্য একজন কী করে খুনের মতো গুরুতর অপরাধ করতে পারে, তা ভেবেই অবাক হচ্ছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
Leave a Reply