জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: :সাংবাদিক একেএম মহিম দৈনিক যুগান্তর পত্রিকার ‘সুনামগঞ্জ জেলা প্রতিনিধি’ হিসেবে নিয়োগ পেয়েছেন। পহেলা জুলাই থেকে তিনি এ নিয়োগ পান। একেএম মহিম চ্যানেল আই’র জেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন। ’৯৯ সালে সাপ্তাহিক একতা পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন মহিম। এরপর তিনি দৈনিক মুক্তকন্ঠ, দৈনিক বাংলাবাজার, দৈনিক আমার দেশ ও সর্বশেষ দৈনিক মানবজমিন পত্রিকায় জেলা প্রতিনিধি কাজ করেন।মহিম দৈনিক যুগান্তর পত্রিকার সংবাদ ও বিজ্ঞাপন বিষয়ে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
চ্যানেল আই অফিস :সিটি ফার্মেসীর ২য় তলা, ট্রাফিক পয়েন্টে, সুনামগঞ্জ।মোবাইল ০১৭১২ ৬০৮৯৮০, ০১৬৮৬১০২০১২ ই-মেইল mohimsunam@gmail.com, mohim123@yahoo.com
Leave a Reply